Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের ৬ জন গুলিবিদ্ধ, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ১০:৫৭ AM
আপডেট: ২২ নভেম্বর ২০২১, ১০:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মুন্সীগঞ্জে একজন নিহত এবং ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত আব্দুল হক (৪৮) স্থানীয় মঞ্জিল হকের ছেলে। 

রোববার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টার মধ্যে সদরের চরকেওয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।সহিংসতায় গুলিবিদ্ধ শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজান বর্তমানে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ও আহতদের সবাই স্থানীয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থক। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উতপ্ত অবস্থা বিরাজ করছিলো চরকেওয়া ইউনিয়নে। রোববার রাতে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের উপর। হামলা চলে ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায়। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে, ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়িতে। 

ককটেল বিস্ফোরণের সময় আতংকে স্ট্রোক করে মারা যান আব্দুল। তবে নিহতের স্বজনদের অভিযোগ,আব্দুল হককে মারধর করে হত্যা করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, "সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিহত হয়েছেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে চিকিৎসকরা বলেছেন যে তার স্ট্রোক হয়েছে।" 

"আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা ইতিমধ্যেই ইউনিয়নে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" 

Bootstrap Image Preview