Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে পবিত্র কোরআন নিয়ে পূজামণ্ডপের পাশে ঘোরাঘুরি, যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ১২:২৭ AM
আপডেট: ২০ নভেম্বর ২০২১, ১২:২৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পবিত্র কোরআন শরিফ নিয়ে পূজামণ্ডপের পাশে ঘোরাঘুরি করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার সার্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে মিজানুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মাসুক আলী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর থেকে চৌধুরী বাজার সার্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিল মিজানুর। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় আশপাশের লোকজনকে ডাক দেওয়া হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফের একটি কপি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িকে জানালে তাকে আটক করা হয়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মিজানুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাবেন।

Bootstrap Image Preview