Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১২:২৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ০১:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর বাংলাদেশ দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে দুই দল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এই সিরিজে বিশ্বকাপ দলের বেশ কয়েকজন সদস্যকে পাচ্ছে না স্বাগতিকরা। ইনজুরির কারণে সাকিব আল হাসানের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন নেই। বাদ পড়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন। তাদের পরিবর্তে এই সিরিজে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। 

তরুণদের নিয়েই সাজাতে হবে প্রথম ম্যাচের একাদশ। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে অভিষিক্ত সাইফ হাসানকে দেখা যেতে পারে। তিনে নাজমুল হোসেন শান্তর খেলা প্রায় নিশ্চিত। অভিষেক হতে পারে ইয়াসির আলী রাব্বির। উইকেট বিবেচনায় ফিরতে পারেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।

এদিকে পাকিস্তান ইতোমধ্যে এই ম্যাচের জন্য ১২ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। তাতে তারুণ্যের সাথে প্রাধান্য পেয়েছে অভিজ্ঞতাও। বাংলাদেশকে অবশ্য তারুণ্যেই আস্থা রাখতে হচ্ছে।

এ নজরে দুই দলের সম্ভাব্য একাদশ: 

বাংলাদেশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

Bootstrap Image Preview