Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে পানির নিচে মিললো ৬৬ লাখ ‘টাকা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৯:০৩ AM
আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ০৯:০৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


লালমনিরহাটে পানির নিচ থেকে ৬৬ বান্ডিল ‘জাল টাকা’র নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি কালভার্টের একহাঁটু পানির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১শটি নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

Bootstrap Image Preview