Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমেডি অভিনেতা চিকন আলী নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ১০:০৩ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ১০:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (দিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম। দাবি পরিবারের। মঙ্গলবার রাত প্রায় ১১টায় রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাসা থেকে নিয়ে যায় বলে গণমাধ্যমের কাছে দাবি করেন অভিনেতার স্ত্রী খুশি।

বুধবার সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন তিনি। খুশি বলেন, 'গতকাল রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আজ (বুধবার) ভোর থেকে মিন্টো রোডের ডিবি অফিসে বসে থাকি। কাল যে দল আমার স্বামীকে ধরে নিয়ে আসে, তাদের একজনের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি। তিনি পরে কথা বলবেন বলে চলে যান।'

খুশির দাবি, সারা দিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। তিনি বলেন, 'আমি দেশের বাইরে আছি। আমি শুধু শুনেছি চিকন আলীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে।'

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বিষয়টি আমরা অবগত নই। আপনাকে ডিবির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে।'

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের 'রঙিন চশমা' চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রশিল্পে অভিষেক ঘটে। তাঁর উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শ্যুটার, বসগিরি, বেপরোয়া।

Bootstrap Image Preview