Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২২ | ৬ মাঘ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

অবশেষে আর্জেন্টিনা দলে মেসির জায়গায় খেলবে দিবালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৯:৪১ AM
আপডেট: ১০ নভেম্বর ২০২১, ০৯:৪১ AM

bdmorning Image Preview


‘ভবিষ্যৎ মেসি’ হিসেবে তার খ্যাতি অনেকদিনেরই। কিন্তু ক্লাবের হয়ে আলো ছড়ালেও জাতীয় দলে এখন অবধি খুব একটা সুযোগ পাননি পাওলো দিবালা। বলা হয়, লিওনেল মেসি ও তার পজিশন এক হওয়ায় সুযোগ আসে না জুভেন্তাস তারকার। 

এবার অবশ্য সুযোগ আসতে যাচ্ছে তার। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। পেশীতে অস্বস্তি থাকায় এই ম্যাচের শুরুর একাদশে থাকবেন না মেসি, এমনটি জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

তাহলে তার জায়গায় খেলবেন কে? এএসের প্রতিবেদনে জানানো হয়েছে মেসির জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে দিবালাকে। এই ম্যাচে বেঞ্চে থাকবেন পিএসজি তারকা।

ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকো গঞ্জালেসকে মেসির জায়গায় ভাবা হয়েছিল। তবে তিনি করোনা পজিটিভ হওয়ায় কপাল খুলেছে দিবালার। পিএসজি তারকা আনহেল ডি মারিয়া ও ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজের সঙ্গে আক্রমণভাগে শুরু করবেন দিবালা।

পেশীর চোটে পিএসজির হয়ে শেষ দুইটি ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। আর্জেন্টিনার হয়ে প্রথম দুইদিনের অনুশীলনে একা ছিলেন তিনি। তবে উরুগুয়ে ম্যাচে না খেললেও ব্রাজিলের বিপক্ষে পুরো ম্যাচেই খেলার কথা রয়েছে মেসির।

Bootstrap Image Preview