Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত 'বাঁচানো' ম্যাচে কিউরেটরের মৃত্য: মেলছে রহস্যের ডালপালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২১, ০৭:২৭ AM
আপডেট: ০৮ নভেম্বর ২০২১, ০৭:২৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও নিউজিল্যাণ্ড। ‘এ’ গ্রুপের এই ম্যাচ শুধু এই দুলের জন্যই না বরং ভারতের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের সাথে জড়িয়ে ছিল তাঁদের সেমিফাইনাল খেলার নানা সমীকরণও। ফলে ক্রিকেটপ্রেমীদের বিকাল থেকেই চোখ ছিল এই ম্যাচের দিকে। তবে এর মধ্যেই পাওয়া গিয়েছে এক বিস্ময়কর ও রহস্যময় খবর। আবুধাবির যেই মাঠে নিউজিল্যান্ড ও আফগানিস্তান মাঠে নেমেছে সেই মাঠের পিচ কিউরেটর ছিলেন মোহন সিং। তবে আজই তাঁকে রহস্যজনক ভাবে তাঁর হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এমনকি আজকের আফগানিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচের পিচও তিনিই তৈরি করেছিলেন।

তবে গতকাল সকালে হোটেল রুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর খবর নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। তবে কিছু সূত্রে জানা যায় তিনি নিজের রুমে আত্মহত্যা করেছেন। তবে আরব-আমিরাত ক্রিকেট থেকে জানানো হয় দ্রুতই তাঁরা এই ব্যাপারে একটি বিররণী দিবেন। তবে এর আগে তাঁর মৃত্যুর ব্যাপারে আরো পরিষ্কার তথ্য পেতে চায় দেশটি।

এছাড়া এর মধ্যেই মোহন সিংয়ের পরিবারকে তাঁর মৃত্যুর ব্যাপারে জানানো হয়েছে। ভারতের সাবেক প্রধান পিচ কিউরেটর দালজিত সিং ও মোহন সিং এর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। দালজিত সিং এর সাথে মোহন সিং ভারতের দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। এরপর ২০০০ সালের পরে আরব আমিরাতে পাড়ি জমান মোহন সিং।

২২ বছর ভারতের ক্রিকেটের জন্য কাজ  করা দালজিত সিং এই মোহানের মৃত্যুর খবরে বলেন, ‘সে যখন আমার কাছে আসে তখন খুবই মেধাবী একজন ছেলে ছিল। খুবই প্রতিভাবান ও পরিশ্রমী ছিল সে। আমি এখনো তাঁকে নিজের পরিবারের একজন বলে মনে করি। সে আরব আমিয়াতে চলে যাওয়ার পর দেশে আসলেই আমার সাথে দেখা করতো। তবে অনেকদিনের মধ্যে তাঁর সাথে দেখা হয়নি। সে খুব দ্রুতই আমাদের ছেড়ে চলে গেল। ব্যাপারটা খুবই বেদনাদায়ক।’

ওদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও মোহন সিং এর মৃত্যুতে নিজেদের শোক প্রকাশ করেছে। আইসিসির এক মুখপাত্র বলেন, ‘আমরা খবই শোকাহত। আইসিসি এবং ক্রিকেটাররা অবশ্যই তাঁর পরিবারের পাশে থাকবে। এই মুহূর্তে পুরো ক্রিকেট পরিবার হয়ে আমরা তাঁদের সাথে থাকব।’

সব মিলিয়ে বিশ্বকাপের মাঝে মোহন সিংয়ের এই মৃত্য এক রহস্যের জালই তৈরি করেছে। পুরোপুরি সুস্থ অবস্থায় আজকের ম্যাচের পিচও তৈরি করেছেন নিজের হাতে। তারপর হোটেলে কী এমন হলো সেটা নিয়ে এখন সবার মনে প্রশ্ন। তাঁর মৃত্যু কী আদো স্বাভাবিক ছিল নাকি আছে অন্য কোন রহস্য সেটা দ্রুত পরিষ্কার করা এখন ক্রিকেটের জন্যেও জরুরি।

জানিয়ে রাখা ভাল, আবুধাবির সেই মাঠে আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পা দিল নিউজিল্যান্ড। সুপার টুয়েলভ থেকে বাড়ি ফিরতে হবে ভারতকে।

নামিবিয়ার বিপক্ষে তাঁদের ম্যাচটা তাই স্রেফ নিয়ম রক্ষার। এই গ্রুপ থেকে  আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। অপর গ্রুপ থেকে সেমিফাইনালে গেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Bootstrap Image Preview