Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ফের সংঘর্ষ, ৯ ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১২:৫২ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ১২:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা।  তাদের মধ্যে এক জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) ছিলেন, যিনি সংঘর্ষের ঘটনার পর নিখোঁজ হন।

গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছে পুঞ্চে। বৃহস্পতিবার তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে।

পরে দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান নিহত হন। তারপর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

Bootstrap Image Preview