Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, ডিসেম্বার ২০২১ | ১৭ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

বোরখা পরে শুটিংয়ে হাজির পরীমনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৪:২৭ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ০৪:২৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাদক মামলার পর পরীমনিকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। তার পক্ষে-বিপক্ষে তৈরি হয়েছে নানা জনমত। তবে সবকিছুকে উপেক্ষা করে এবারে নিজের কাজে ফিরেছেন অভিনেত্রী। মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় শুটিং করেছেন তিনি। তবে সেখানে বোরখায় আচ্ছাদিত অবস্থায় দেখা গেছে ঢাকাই ছবির আলোচিত এই নায়িকাকে।

বড় ধরনের ধাক্কার পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার এই শুটিং দিয়েই কাম ব্যাক করলেন পরীমনি। শুটিং ফ্লোরের একটি ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে পরীমনিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে। বোরখায় নিজের চেহারাও ঢেকে রেখেছিলেন তিনি।

তবে রোবখা পরার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি। কেউ বলছেন চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ঢেকেছেন অভিনেত্রী। অনেকে বলছেন, উৎসুক জনতার বিড়ম্বনা থেকে বাঁচতে একটু কৌশলী হয়েছে তিনি।

উল্লেখ্য, গুনিন সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

Bootstrap Image Preview