Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মানি লন্ডারিং মামলায় নোরা ফাতেহিকে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৯:৩৭ AM
আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডু)। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি ফের ডেকে পাঠানো হয়েছে আরও এক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের পোশাক পরে ইডি অফিসে হাজির হন নোরা। এরপর সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী মূল দরজা বন্ধ করে দেন।

ইডি সূত্রে জানা যায়, এই মামলায় বহুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এর আগে ১৫ অক্টোবর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় নোরা ফাতেহির বক্তব্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হবে।

২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তদন্তকারীদের অনুমান, এই অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনকে ফাঁসিয়েছিল অভিযুক্ত।

২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের ইকোনোমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাকে।

Bootstrap Image Preview