Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জানুয়ারী ২০২২ | ১২ মাঘ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম বন্দর থেকে স্বল্প মূল্যে কেনা যাবে কোটি টাকার বিএমডব্লিউ-মার্সিডিজ বেঞ্চ-ফোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৫:১৬ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ০৫:১৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা বিএমডব্লিউ-মার্সিডিজ বেঞ্চ-ফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১১০টি দামি গাড়ি নিলামে উঠছে।

আসছে ৪ নভেম্বরে এসব গাড়ি নিলামে বিক্রির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস নিলাম শাখার উপ-কমিশনার আল আমীন বলেন, চট্টগ্রাম বন্দর শেডে শুল্ক জটিলতাসহ নানা অনিয়মের মাধ্যমে আমদানি হওয়া প্রায় তিন শতাধিক দামি গাড়ি বেশ কয়েক বছর ধরে পড়ে আছে। ১ থেকে ৪ কোটি টাকার গাড়ি বছরের পর বছর খালাস না নেওয়ায় অনেক গাড়ি ব্যবহার অনুপযোগীও হয়ে পড়েছে। এই অবস্থায় নানা প্রতিবন্ধকতা দূর করে ১১০টি দামি গাড়ি নিলামে তোলা হচ্ছে। নিলামে অংশ নিয়ে কোটি টাকা দামের এসব গাড়ি কয়েক লাখ টাকায় কেনার সুযোগ পেতে পারেন নিলামে অংশগ্রহণকারীরা।

নিলামে উঠা গাড়িদের মধ্যে ২৫টি বিএমডব্লিউ, ২৫টি মার্সিডিজ বেঞ্জ, ২৬টি মিতশুবিশি, ল্যান্ডরোভার ৭টি, ল্যান্ডক্রুজার ৭টি, সিআরভি ১টি, লেক্সাস ৬টি, ফোর্ড ৫টি, জাগুয়ার ৩টিসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে।

আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গাড়িগুলো সরেজমিন পরিদর্শন করতে পারবেন আগ্রহী ক্রেতা বা নিলামে অংশগ্রহণকারীরা। ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর গাড়ির দরপত্র জমা দিতে পারবেন।

Bootstrap Image Preview