Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, অক্টোবার ২০২১ | ৭ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় দুই ছিনতাইকারীরা কবলে নায়লা নাঈম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ০৮:২২ AM
আপডেট: ১২ অক্টোবর ২০২১, ০৮:২২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় স্কুটি চালাচ্ছিলেন নায়লা। ছিনতাইকারীরা এসে সবার সামনেই তার ব্যাগ টানাটানি করতে থাকে। এক পর্যায়ে স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান নায়লা। ছিনতাইকারীরা পালিয়ে যান।  

রাস্তায় পড়ে আহত হলেও ছিনতাইকারীরা সফল হতে পারেননি বলে জানান নায়লা নাঈম। 

তিক্ত সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে গণমাধ্যমকে এ মডেল বলেন, ‘বেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন চলে যাবার পর ক্রসিং পার হওয়ার সময় দুই ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো ক্রসব্যাগ টানাহ্যাঁচড়া শুরু করে। স্কুটির পিকআপ কমানো ছিল তখন। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। ’

এতো সব কাণ্ডের পরও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি?

নায়লা বলেন, ‘এসেছেন, তবে ছিনতাইকারীরা চল যাওয়ার পর। তাদের একজনের হাতে ছুড়ির মতো ধারালো একটা অস্ত্র ছিল। তাই অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিলেন না। আমি পড়ে যাওয়ার পরেও ছেলেগুলো ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল।’

পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে তাকে সাহায্য করেন বলে জানান এই মডেল। 

এ ঘটনায় নায়লার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তবে থানায় কোনো জিডি করেননি। 

Bootstrap Image Preview