Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহরিয়ার নিশান বিডিমর্নিংয়ের ভারপ্রাপ্ত সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ০৮:০১ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ০৮:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজপেপার বিডিমর্নিংয়ের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন শাহরিয়ার জাবের নিশান।

আজ শুক্রবার তিনি নতুন এ দায়িত্ব পান। তিনি এতোদিন  নিউজপেপারটির সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে শাহরিয়ার নিশান বলেন, ‘প্রকাশক মহোদয় আমার ওপর আস্থা রেখে এই পদোন্নতি দিয়েছেন- এটা অবশ্যই আমার জন্য বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। তার আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে বিডিমর্নিংকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’

শাহরিয়ার নিশান ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন। তবে তিনি২০১৪ সালে একজন রিপোর্টার হিসেবে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। বিগত ৮ বছরের পেশাগত জীবনে তিনি বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এসেছেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর বিভীষিকাময় দিনগুলিতে বিডিমর্নিংয়ের সহকারী সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তার করা ডকুমেন্টারি ফিল্ম ‘রোহিঙ্গা আনটোল্ড স্টোরি’ ব্যাপক প্রশংসিত হয়। ইতোমধ্যে রোহিঙ্গা নিয়ে তার করা কাজ প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এবং লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্সে’ ।

শাহরিয়ার নিশান দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে ভালোবাসেন। তিনি  জাতিসংঘ শিশু তহবিল বা ‘ইউনিসেফ’ এবং নিউইয়র্কভিত্তিক কমিউনিটি বেইজড পাবলিক আর্ট অর্গানাইজেশন ‘আর্টুলুশন’য়ের ভিজ্যুয়াল স্টোরি টেইলার হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন।

শাহরিয়ার নিশানের জন্ম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। তিনি ষ্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Bootstrap Image Preview