Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ০৮:৪৬ AM
আপডেট: ০২ অক্টোবর ২০২১, ০৮:৪৬ AM

bdmorning Image Preview


ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

নিবার (২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  শনিবার ভারতের গান্ধীজির ১৫২তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রফতানির কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

Bootstrap Image Preview