Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাল্যবিয়ের শিকার নববধূর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ AM

bdmorning Image Preview


বোয়ালখালীতে নিগার সুলতানা (১৬) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নববধূ নিগার সুলতানা উপজেলার শাকপুরা ইউনিয়নের আহমদ মিয়ার মেয়ে।  

জানা গেছে, নিগার সুলতানা শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। দুই মাস আগে পশ্চিম গোমদণ্ডী মহল্লা চৌধুরী বাড়ির মো. হেলালের সঙ্গে বিয়ে হয় তার।  

নিহতের পরিবার জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে নিগারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।  

Bootstrap Image Preview