Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টিকা না নেওয়ায় চাকুরী হারিয়েছে ৬০০ বিমানকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ PM

bdmorning Image Preview


করোনাভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়ায় প্রায় ৬০০ জন কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।

মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’

যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। সংস্থাটির সদর দফতর শিকাগোতে অবস্থিত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে আকাশপথে যাত্রীসেবা দিয়ে থাকে ইউনাইটেড।

স্পুটনিক বলছে, বিমান সংস্থাটি নিজেদের কর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করলেও আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মতো অন্যান্য মার্কিন বিমান সেবা সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেনি।

করোনায় সংক্রমণ ও প্রাণহানির দিক দিয়ে চলমান মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৯৯ জন।

যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে এখনও প্রায় এক-চতুর্থাংশ মানুষ টিকা নেননি। তারা মূলত টিকা নিতে অনিচ্ছুক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও ভ্যাকসিনের একটি ডোজও গ্রহণ করেননি। এর ফলে দেশজুড়ে করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

Bootstrap Image Preview