Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, অক্টোবার ২০২১ | ৭ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

বিমান থেকে নেমেই চাঁদপুরে গেলেন কৌশানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুটিংয়ের জন্য সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা এসেছেন তিনি। জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির। চলে গেছেন চাঁদপুরে।

পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী। কারণ, কাল থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’

সিনেমার প্রযোজক সেলিম খান জানান, কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর চলে গেছেন। সেখানেই শুটিং হবে। আগামীকাল থেকে পুরোদমে শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানান এই প্রযোজক।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

Bootstrap Image Preview