Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজড়ারা কথা দিলেন, কাউকে হয়রানী করা হবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:২২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:২২ PM

bdmorning Image Preview


পথে-ঘাটে হিজড়াদের উৎপাত নিয়ে সম্প্রতি অভিযোগের শেষ নেই। সমস্যাটি যেন দিন দিন বাড়ছে। এদের নিয়ে প্রশাসনও থাকে উভয় সংকটে। নাগরিকরাও দিন দিন হিজড়াদের উৎপাতে রীতিমত বিরক্ত। এর থেকে মুক্তি পেতে প্রাথমিক পদক্ষপ হিসেবে হিজড়াদের সচেতন করার উদ্যোগ নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

এরই অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে হিজড়াদের সাথে সরাসরি কথা বলেন কোতোয়ালী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। কোতোয়ালী ওসি শাহ কামালের ব্যাক্তিগত ইচ্ছা ও আন্তরিকতায় এ সভাতে নগরীর হিজড়াদের একটা বড় অংশ যোগ দেয়। সভাতে ওসি শাহ কামাল নাগরিকদের অভিযোগ সর্ম্পকে হিজড়াদের জানান। 

তিনি বলেন, কোনোভাবেই পথে-ঘাটে মানুষকে হয়রানী বা চাঁদাবাজি করা যাবে না। অপরদিকে হিজড়ারা তাদের আর্থিক সংকট ও মানবতের জীবন সর্ম্পকেও পুলিশকে অবহিত করে।

পুলিশ যথাসম্ভব হিজড়াদের সাহার্য্য সহযোগিতায় পাশে থাকবে বলে জানায়। তবে নাগরিকদের কোনোভাবেই হয়রানী করা যাবে না বলে পুলিশ কর্মকর্তারা জানান। কোতোয়ালী ওসি শাহ কামাল বলেন তারা হিজড়াদের বুঝিয়ে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছেন। হিজড়ারা কথা দিয়েছে তারা মানুষকে আর হয়রানী করবে না। এখন দেখা যাক কি হয়। তবে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে ওসি জানান। 

Bootstrap Image Preview