Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাহি স্বামীকে পেলেন, প্রেমিক পাননি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


তসলিমা নাসরিনের বহুল পঠিত ও পরিচিত কবিতা প্রেম। এই কবিতা চিত্রনায়িকা মাহি নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন। নিজের একটি ছবি দিয়ে লিখেছেন-

যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা-চুড়িটা পরে সাজতে হয়,
যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল-অসুন্দর
থাক, সামনে দাঁড়াব, তুমি ভালোবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!

তসলিমা নাসরিনের এই কবিতা মাহি কেন পোস্ট করলেন তা নেটিজেন কিংবা ভক্তরা হিসাব মেলানোর চেষ্টা করছেন। নতুন জীবনে কি কোনো খটকার মুখোমুখি হয়েছেন কিংবা বাধা? তাহলে কেন বলছেন, 'যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর, থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে...' তার পরে শেষ লাইনটিকেও অনেকে টেনেছেন 'এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!' নেটিজেনদের প্রশ্ন 'নতুন স্বামীকে পেলেন, তাহলে কি প্রেম পাননি?'

এসব ঘুরপাক প্রশ্নের মাঝেই এই কবিতাকে জীবনের নিবিড়তম সত্য বলে মাহির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। 'যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার...' এই লাইনগুলোও নেটিজেনদের মধ্যে প্রশ্নের উদ্রেক তৈরি করেছে।  

মাহিয়া মাহি সিনেমা থেকে শুরু করে ব্যক্তিজীবনেও আলোচনায় আছেন। কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে প্রথম স্বামী অপুর সঙ্গে। এরই মধ্যে এলো দ্বিতীয় বিয়ের সংবাদ। রাকিব সরকার নামে গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

Bootstrap Image Preview