Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারো বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মহামারী করোনাভাইরাস প্রকট আকার ধারণ করলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা: দীপু মনি বলেন, মহামারী এখনো শেষ হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো সময় যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। মহামারী বড় আকার ধারণ করলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণের কথা শোনা যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

কয়েকজন শিক্ষার্থীর করোনা আক্রান্তের বিষয়ে দীপু মনি বলেন, আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে সমস্যা হয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা সেই কেসটি নিয়ে সেখানকার সিভিল সার্জনের সাথে কথা বলেছি। স্কুল খোলার পর সেই শিক্ষার্থী মাত্র একবার ক্লাসে এসেছিল। তার ৬ থেকে ৭ দিন পর আক্রান্তের খবর পাওয়া যায় এবং তার মৃত্যু হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে প্রাকপ্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে আনার চিন্তা আমরা করছি না। তারা আপাতত বাসায় থেকে টিভি ও অনলাইনে ক্লাস করুক। আগামী তিন সপ্তাহ পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Bootstrap Image Preview