Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, অক্টোবার ২০২১ | ৭ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

শাকিব খানের বিরুদ্ধে লড়ছেন মিশা সওদাগর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪ AM

bdmorning Image Preview


শাকিব খান এবং মিশা সওদাগর- দুজনই নিজের জায়গায় সেরা। প্রথমজন জনপ্রিয় চিত্রনায়ক। দ্বিতীয়জন জনপ্রিয় খলনায়ক।

দুজনই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মরিয়া থাকেন। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। ঠিক এমনই একটি গল্পে তারা মুখোমুখি হচ্ছেন; তবে তা বাস্তবে নয়, সিনেমায়।

তপু খানের পরিচালনায় ‘লিডার’ নামের একটি সিনেমা তৈরি হচ্ছে। এতে এভাবেই এই দুই অভিনয়শিল্পী অভিনয় করছেন। ছবিটির শুটিং প্রায় শেষ পর্যায়ে আছে।

বর্তমানে এফডিসিতে চলছে এটির শেষ অংশের শুটিং। যেখানে অভিনয় করছেন মিশা সওদাগর। সদ্য আমেরিকা থেকে ফিরেই তিনি শুটিং শুরু করেছেন।

এতে অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, নানা ধরনের গল্পে নিয়মিত অভিনয় করছি। তবে এই ছবির গল্প একেবারেই আলাদা।

খলনায়ক হিসেবে অভিনয় করলেও এতে আমাকে নতুনভাবে দেখা যাবে। চরিত্রের পুরো বর্ণনা দেওয়ার নিষেধাজ্ঞা আছে। আশা করছি এটি উপভোগ্য একটি ছবিই হবে।

এদিকে কিছুদিন আগে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামের একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। অন্যদিকে শাকিব খান এখন এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ নামের সরকারি অনুদানের ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

Bootstrap Image Preview