Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮৪ সদস্যই কি মাছ বিক্রি করেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে দ্বন্দ্ব চলছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও হালের আলোচিত নায়ক জায়েদ খানের।

শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান আর জায়েদ খান সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক।

একই পদের সাবেক সদস্যকে নিয়েই যত ক্ষোভ, অভিযোগ জায়েদ খানের।

এবার অমিত হাসানের বিরুদ্ধে জায়েদের অভিযোগ, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে অমিত হাসান সবচেয়ে বেশি অন্যায় করেছেন। সদস্য নির্বাচনের ক্ষেত্রে নিয়ম না মেনে যাকে-তাকে সদস্য করেছে আগের কমিটি।’ 

জায়েদের এমন অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত হাসান।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, ‘১৮৪ সদস্যই কি মাছ বিক্রি করেন? সেলুনে চাকরি করেন? চিত্রনায়িকা ইরিন জামান, শিমু ইসলাম কি মাছ বিক্রি করেন! সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি। প্রশ্নই আসে না। আমি কী অন্যায় করেছি, বলতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। ঢালাওভাবে মন্তব্য করা তো ঠিক নয়। 

জায়েদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে অমিত বলেন, ‘জীবনে কোনো সিনেমায় অভিনয় করেননি, এমন একজনকে সদস্য বানিয়েছি, প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি প্রমাণ দিতে পারে অনিয়ম করেছি, তা হলে বর্তমান কমিটি যে পানিশমেন্ট দেবে, তা-ই মেনে নেব— এটি আমার ওপেন চ্যালেঞ্জ।’ 

Bootstrap Image Preview