Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে গণধর্ষণ, দুই ভাই গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর উপজেলার দাঁদকয়ড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উল্লাপাড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের বদিউজ্জামান মেজরের দুই ছেলে মাসুদ রানা (২০) ও আব্দুল মাজেদ (২৩)। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উল্লাপাড়া উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীর সাথে মোবাইলের মাধ্যমে ইমন নামে এক ছেলের প্রেমের সম্পর্ক হয়। মোবাইলের ইমোতে দুজনের কথোপকথনের সময় ইমন মেয়েটির কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। প্রেম চলমান অবস্থায় চলতি বছরের ১৭ জুন ইমন মেয়েটিকে কাশিনাথপুর আসামি মাজেদের বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে দুজন মিলে অশ্লীল ভিডিও ধারণ করে।

পরে ২২ জুন ইমন অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির কাছে টাকা দাবি করে। মেয়েটি ভয়ে দুইবার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু পুনরায় আবারো টাকা দাবি করলে সে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় ইমন ও মাজেদ ওই ভিডিও তার অপর দুই বন্ধু আসামি রাকিব ও মাসুদের মোবাইলে দেয়। পরে রাকিব ও মাসুদ অশ্লীল ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৬ জুলাই রাতে মেয়েটিকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

পরবর্তী সময়ে ফের ২৭ আগস্ট রাতে একই কায়দায় মেয়েটিকে ধর্ষণ করে তারা। পরে জানাজানি হলে এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করে। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview