Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজাব না পরা নারী ‘কাটা তরমুজের মতো’: তালেবান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


তালেবানের এক কর্মকর্তা আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরূপ মন্তব্য করেছেন। তালেবানের ঐ সদস্যের এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন।

তালেবানের ঐ সদস্য বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’। বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ এটি দেখেন এবং শেয়ারও করেন। ১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুণ্ণ হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চপর্যায়ে ঠাঁই হয়নি নারীদের।

যদিও তালেবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো আন্দোলন করছেন আফগান নারীরা। এর মধ্যেই তালেবান কর্মকর্তার এমন মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

নতুন করে আফগানিস্তান দখল করার পর তালেবান জানিয়েছিল, তারা বদলে গেছে। আদতে কী বদলেছে? দিন যত যাচ্ছে, ততই অনেকটা স্পষ্ট হচ্ছে, তারা যে বদলে যাওয়ার দাবি করেছে, তা যেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। মূলত বদলায়নি মনে হচ্ছে।

দেশটিতে নারীদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণই বলে দিচ্ছে তালেবান আসলে তালেবানই রয়ে গেছে।

Bootstrap Image Preview