Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তালেবান সরকারে নেই কোনও নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ AM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ AM

bdmorning Image Preview


আফগানিস্তানে তালেবান সরকারের ঘোষণা দিয়েছেন মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি জোর দিয়ে বলেছেন, এটি চূড়ান্ত নয়, ভারপ্রাপ্ত সরকার। দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিদের রাখতে আমরা চেষ্টা করব।

তবে কয়েকজন পর্যবেক্ষক লক্ষ্য করেছেন, ঘোষিত মন্ত্রিসভায় কোনও নারীকে রাখা হয়নি এবং নারী বিষয়ক কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার রাজধানী কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভে গুলির ঘটনার পর রাতে এই নতুন সরকারের ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত সরকারে এখন পর্যন্ত কোনও নারী সদস্যের নাম আসেনি। নারী বিষয়ক মন্ত্রণালয়েও কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি দেশের জনগণ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে। নতুন ঘোষিত সরকার সম্পূর্ণ সরকার নয়। বিভিন্ন পক্ষের প্রতিনিধি নিয়ে পরিপূর্ণ সরকার ঘোষণা করা হবে।

ঘোষিত সরকারে কোনও নারী সংস্য নেই কেন- এমন প্রশ্নে তালেবানের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমানুল্লাহ ওয়াসিক বলেন, মন্ত্রিপরিষদ এখনও পুরোপুরি ঘোষণা করা হয়নি।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। অন্তর্বর্তী সরকার ঘোষণার পাশাপাশি আফগানিস্তানকে একটি 'ইসলামিক এমিরেট' হিসেবে ঘোষণা দিয়েছেন তালেবান যোদ্ধারা।

তালেবানের পক্ষ থেকে বলা হয়, মোল্লা মোহাম্মদ হাসানের নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে। তালেবানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ঘোষিত এক জঙ্গি নেতাকে। হাসান আখুন্দের সঙ্গে উপ-প্রাধান হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মুল্লাহ আব্দুল গনি বারদার।

Bootstrap Image Preview