Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঞ্জশিরে প্রায় ৬০০ তালেবান নিহতের দাবি করেছে রাশিয়ার গণমাধ্যম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবানের প্রায় ৬০০ সদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। রাশিয়ার গণমাধ্যম স্পুতনিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল এক টুইটে বলেন, পাঞ্জশির বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছে। এক হাজারের বেশি তালেবান আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে।

এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালেবান সমস্যায় আছে।

এদিকে তালেবানের একটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, পাঞ্জশির দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালেবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।

Bootstrap Image Preview