Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে যৌনকর্মীদের হত্যার জন্য তালিকা করছে তালেবান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮ AM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আফগানিস্তানে পর্নোসাইট দেখে দেশটির পতিতালয়ে যৌনকর্মীদের তালিকা করছে তালেবান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তালিকায় নাম থাকা যৌনকর্মীদের খুঁজে বের করে তাদের মেরে ফেলা হতে পারে। দ্য সান অনলাইনের বরাত দিয়ে এ দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাটি তাদের পরিচিতদের মাধ্যমে জানতে পেরেছে, আফগান যৌনকর্মীদের বিশেষ পর্নোসাইটের সন্ধান পেয়েছে তালেবানের কিলিং স্কোয়াড।

কিছু ব্যক্তি ওই ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেছে, তালেবানদের দ্বারা শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ বা ঝুলিয়ে মারার আগে তাদের (নারীদের) সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা (তালেবান) পর্নোগ্রাফির নিন্দা করার ভান করে কিন্তু আফগান পতিতালয়ের ভিডিও খুঁজে পেতে সবচেয়ে অস্পষ্ট এবং গভীরভাবে লুকানো এডাল্ট সাইটগুলোতে বিশেষভাবে খোঁজাখুঁজি করছে; যাতে সেখানে কাজ করা নারীদের শনাক্ত করতে পারে এবং তাদের হত্যা বা ক্রীতদাস করতে পারে। 

এক ব্যক্তি সান অনলাইনকে বলেছেন, কারণ ভিডিওগুলোতে স্পষ্টভাবে পতিতালয়ের স্থান চিহ্নিত করা যায়, তাই নারীরা ভংয়কর বিপদে রয়েছেন। তারা হত্যা বা অপহরণের মতো কল্পনাতীত ভয়ে আছেন।

১৯৯৬ সালে ক্ষমতায় আসা তালেবান মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত অনির্বাচিত পরিষদের মাধ্যমে কঠোর শরিয়া আইনে আফগানিস্তান শাসন করলেও এবার নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইইউসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তালেবানের এমন আশ্বাসে সন্দেহ প্রকাশ করে বলেছে, নতুন সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ও যে কোনো অর্থনৈতিক সহায়তা নির্ভর করবে ক্ষমতায় আসার পর তালেবান কি করে তা দেখার ওপর।

Bootstrap Image Preview