Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাফ প্যান্ট পরায় মিলল না করোনা ভ্যাকসিন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ PM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ PM

bdmorning Image Preview


প্যান্ট কেন হাঁটুর উপরে? তাতেই বাঁধলো ঝামেলা। মিলল না করোনা টিকা। রে রে করে উঠলেন টিকাকেন্দ্রের লোকজনরা। মুখ ঝামটা দিয়ে বের করে দেয়া হলো যুবককে। এই ঘটনাটি ঘটল ভারতের দক্ষিণ কলকাতার বোড়াল পৌরসভায়।

শুক্রবার ভ্যাকসিনের কুপন নিয়ে সোনারপুর-রাজপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অফিসে গিয়েছিলেন শীর্ষনাথ পণ্ডিত। সাথে ছিলেন তার মা। বোড়ালের সর্দারপাড়ায় বাড়ি যুবকের। টিকাকেন্দ্র বাড়ির কাছেই হওয়ায় হাফপ্যান্ট পরেই টিকা নিতে গিয়েছিলেন যুবক। অভিযোগ, হাফপ্যান্ট পরিহিত অবস্থায় যুবককে দেখেই রেগে ওঠেন সোনারপুর রাজপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কর্মীরা।

তারা জানায়, হাফ প্যান্ট পরে এখানে প্রবেশের অনুমতি নেই! সেই অনুসারে, একটি নোটিশও দেখানো হয় শীর্ষনাথকে। যেখানে লেখা হাফপ্যান্ট পরে প্রবেশের অনুমতি নেই।

পৌরসভার কর্মীরা জানিয়েছেন, বছর দুয়েক আগেই রাজপুর সোনারপুর পৌরসভায় পোশাক ফতোয়া তৈরি হয়েছিল। যা নিয়ে সেসময় বিতর্কও হয়েছিল। দু’বছর আগে পৌরসভার রাজপুর দফতরে নোটিশ দেয়া হয়েছিল, অশোভন বা দৃষ্টিকটূ পোশাক পরে পৌরসভায় প্রবেশ করা যাবে না।

কিন্তু সামান্য এই কারণে টিকা না দেয়ায় তৈরি হয়েছে বিতর্ক। হাফ প্যান্ট পরা থাকলে টিকা মিলবে না, এমন কোনো নিয়ম নেই। রাজ্যের স্বাস্থ্য দফতরও এরকম কোনো আইন তৈরি করেনি। প্রশ্ন উঠছে কিভাবে এরকম পোশাক ফতোয়া জারি করল রাজপুর সোনারপুর পৌরসভার কর্মকর্তারা?

৩৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর গৌরহরি দাস জানিয়েছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমি এই মুহূর্তে ওয়ার্ডের কাউন্সিলর নই। আমি থাকতে পৌরসভায় এমন কোনো নিয়ম ছিল না। কোনো দিন কেউ হাফ প্যান্ট পরে আসেওনি। তবে ওই দিন টিকা পেয়েছেন যুবকের মা।

Bootstrap Image Preview