Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, অক্টোবার ২০২১ | ৪ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় হেনরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১, ০৯:৩১ AM
আপডেট: ২৩ আগস্ট ২০২১, ০৯:৩১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঘূর্ণিঝড় হেনরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের রোড আইল্যান্ডে। ফলে সেখানকার এক লাখ ২০ হাজারের বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হারিকেন এক ক্যাটাগরিতে থাকা ঘূর্ণিঝড় হেনরির এখনও বাতাসে গতিবেগ প্রতিঘণ্টায় ৯৫ কিলোমিটার। খবর বিবিসির।

লং আইলান্ডসহ ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত ও কিছু এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কাও আগেই করা হয়।কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছিল।

এর আগে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের মানুষকেও ঘূর্ণিঝড়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ জানান।

ম্যাসাচুসেটসের গভর্নর অফিস থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত রাজ্যেটির সব পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। কর্মকর্তারা জানান, এতে ৩ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা হলো।

এদিকে, টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

Bootstrap Image Preview