Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২১ | ১৩ আশ্বিন ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

হিজড়া হয়ে গেলেন হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ০৯:৫০ AM
আপডেট: ০৩ আগস্ট ২০২১, ০৯:৫০ AM

bdmorning Image Preview


আলোচিত এক নাম হিরো আলম। আলোচনা-সমালোচনার কোন তোয়াক্কা না করে আপন গতিতে কাজ করে যাচ্ছেন তিনি।

পর্দায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে তাকে। কিন্তু এই প্রথমবার নারীর বেশে হাজির হচ্ছেন হিরো আলম। সরদার প্রোডাকশন ব্যনারে 'ভাইরাল বউ' শিরোনামে নতুন এক ভিডিওতে শীঘ্রই দেখা যাবে নারীর বেশে হিরো আলমকে।  

এ ব্যাপারে হিরো আলম জানান, 'আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।'

উল্লেখ্য, এর আগে বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেছেন তিনি। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে। তবে এসব কাজের জন্য তার যেমন ভক্ত বেড়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়।

Bootstrap Image Preview