Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাহাড় ধসে একই পরিবারের পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০১:৪৪ PM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ০১:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজারে ভারী বৃষ্টিতে দুই জায়গায় পাহাড় ধসে এক পরিবারের পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

বুধবার ভোরে টেনকাফ ও মহেশখালি উপজেলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে চাপা পড়ে যায় সৈয়দ আলমের পাঁচ সন্তান। সেখান থেকে তার তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ভিলেজ পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারা সবাই শিশু। উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা একযোগে কাজ করছে। তবে কেউ নিখোঁজ নেই। 

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার ক্যাম্প ১০ এ পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। আর ঢলের পানিতে ডুবে ক্যাম্প-১৮ তে এক শিশুর মৃত্যু হয়।

চেয়ারম্যান বলেন, গত এক সপ্তাহ ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে টেকনাফে। বুধবার ভোরে একটি পাহাড়ে ধস নামে। পাহাড়ের খাদের নিচে আলমের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি খুড়ে তাদের বের করলেও  ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। মাটিচাপায় আহত আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান চেয়ারম্যান।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আসে। তারা ঘটনাস্থলে আরও কেউ মাটিচাপা পড়ে আছে কিনা দেখছে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

একই সময় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় আলী হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ইউপি সদস্য আবু বকর জানিয়েছেন।

তিনি বলেন, ভোরে টানা বৃষ্টিতে আলী হোসেনের বাড়ি ও গোয়ালঘরে পাহাড় ধসে পড়ে। এতে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও আলী চাপা পড়েন। পরে স্বজনরা মাটি সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এছাড়া মাটিচাপায় গোয়ালের একটি গরু ও একটি ছাগল মারা গেছে বলে জানান ইউপি সদস্য আবু বকর।

Bootstrap Image Preview