Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাগদাদে ঈদ বাজারে বোমা হামলায় নিহত ৩৫, আহত ৬০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ১২:৩১ PM
আপডেট: ২০ জুলাই ২০২১, ১২:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ততম একটি ঈদ বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

হতাহতরা সবাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ওই বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

বাগদাদের সাদর শহরের ওয়াহিইলাত বাজারে সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।

এদিকে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ বোমা হামলাটিকে একটি ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Bootstrap Image Preview