Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ডাক বিভাগে ২৬৯ জনকে নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৪:৩৩ PM
আপডেট: ১২ জুলাই ২০২১, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি ২৬৯ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।

১) পদের নাম: ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস

পদের সংখ্যা: ৯১টি

যোগ্যতা:স্নাতক পাস।

বেতন স্কেল: ১১৩০০/ -২৭৩০০/ টাকা

২) পদের নাম: স্ট্রীপার কাম রিটাচার

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ১১৩০০/ -২৭৩০০/ টাকা

৩) পদের নাম: সহকারী

পদের সংখ্যা: ৪টি

যোগ্যতা: স্নাতক পাস।

বেতন স্কেল: ১১০০০/ -২৬৫৯০/ টাকা

৪) পদের নাম: সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৬টি

যোগ্যতা: স্নাতক পাস।

বেতন স্কেল: ১১০০০/ -২৬৫৯০/ টাকা

৫)পদের নাম: উপজেলা পোস্ট মাস্টার

পদের সংখ্যা: ৯৬টি

যোগ্যতা: স্নাতক পাস।

বেতন স্কেল: ১১০০০/ -২৬৫৯০/ টাকা

৬) পদের নাম: কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতক পাস ও  কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী

বেতন: ১১০০০/ -২৬৫৯০/ টাকা

৭) পদের নাম: মনোটাইপ কীবোর্ড অপারেটর

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতক পাস ও ২ বছরের অভিজ্ঞতা

বেতন  স্কেল: ১১০০০/-২৬৫৯০ /টাকা

৮) পদের নাম: উচ্চমান সহকারী

পদের সংখ্যা: ৩টি

যোগ্যতা: স্নাতক পাস ও টাইপিংয়ে দক্ষতা

বেতন স্কেল: ১০২০০/ -২৪৬৮০/টাকা

৯) পদের নাম: সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৮টি

যোগ্যতা: স্নাতক পাস ও টাইপিং জানতে হবে।

বেতন স্কেল: ১০২০০/ -২৪৬৮০/ টাকা

১০) পদের নাম: ক্যাশিয়ার

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতক পাস।

বেতন স্কেল: ১০২০০/ -২৪৬৮০/টাকা

১১) পদের নাম: মেশিনম্যান

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস ও সত বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১০২০০/-২৪৬৮০/ টাকা

১২) পদের নাম: একাউন্টস অ্যাসিসটেন্ট

পদের সংখ্যা: ৪টি

যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৭০০/ -২৩৪৯০/ টাকা

১৩) পদের নাম: ড্রাফটম্যান

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: ড্রাফটসম্যানশীপে ওপর সার্টিফিটেক কোর্স সম্পন্ন

বেতন স্কেল: ৯৭০০/ -২৩৪৯০/টাকা

১৪) পদের নাম: ড্রাইভার হালকা ও ভারী

পদের সংখ্যা: ৪টি

যোগ্যতা: মাধ্যমিক পাস। হালকা ও ভারী যানবাহন চালনায় দুই বছরের অভিজ্ঞতা

বেতন স্কেল: ৯৭০০/-২৩৪৯০/ (ভারী) ও ৯৩০০/ -২২৪৯০/ (হালকা) টাকা

১৫) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৫টি

যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল : ৯৩০০/ -২২৪৯০/ টাকা

১৬) পদের নাম: মেশিনিষ্ট

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৩০০/ -২২৪৯০/ টাকা

১৭) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদের সংখ্যা: ৪টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৩০০/ -২২৪৯০/ টাকা

১৮) পদের নাম: পোস্টার অপারেটর

পদের সংখ্যা:  ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৩০০/ -২২৪৯০/ টাকা

১৯) পদের নাম: গ্রেনিং মেশিনম্যান

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৩০০/-২২৪৯০/ টাকা

২০) পদের নাম: সহকারী মেশিনম্যান

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৯৩০০/-২২৪৯০/ টাকা

২১)পদের নাম: বাইন্ডার হেলপার

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল: ৮৫০০/ -২০৫৭০/ টাকা

২২)পদের নাম: ইনকম্যান

পদের সংখ্যা: ২টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল:৮৫০০/-২০৫৭০ /টাকা

২৩) পদের নাম: প্যাকার

পদের সংখ্যা: ২টি

যোগ্যতা: মাধ্যমিক পাস

বেতন স্কেল: ৮৫০০/-২০৫৭০/ টাকা

২৪) পদের নাম: পোর্টার

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল:৮২৫০/-২০০১০/টাকা

২৫)পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ১৬টি

যোগ্যতা: মাধ্যমিক পাস

বেতন স্কেল:৮২৫০/ -২০০১০/ টাকা

২৬) পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: মাধ্যমিক পাস।

বেতন স্কেল:৮২৫০/-২০০১০/ টাকা

২৭) পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

পদের সংখ্যা: ২টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি

বেতন স্কেল: ৮২৫০/-২০০১০/ টাকা

২৮) পদের নাম:পরিচ্ছন্নতা কর্মী ( ক্লিনার)

পদের সংখ্যা: ১টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বেতন স্কেল: ৮২৫০/-২০০১০ /টাকা

আগ্রহীরা এই http://dgbpo.teletalk.com.bd/ ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্য পদ অনুসারে আবেদন ফি প্রদান করতে হবে। ফি’র পরিমান বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

আবেদন শুরু হবে: ১৩ জুলাই। চলবে ১১ আগষ্ট পর্যন্ত।

Bootstrap Image Preview