Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১২:৩০ AM
আপডেট: ১১ জুলাই ২০২১, ১২:৩০ AM

bdmorning Image Preview


রাত পোহালেই রচিত হবে ইতিহাস। ফুটবলবিশ্বের হাইভোল্টেজ দ্বৈরথের তালিকা শীর্ষে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। ম্যাচের আগেই উত্তেজনা চরম পারদে। ব্যাপারটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝেই ঘটে। হয়তো তা ৯০ মিনিটের বা তা থেকে কিছু বেশি। হয়তো টাইব্রেকারের রুদ্ধশ্বাস যুক্ত হবে সেই ইতিহাস।

কোপা আমেরিকার ফাইনালে স্বাগতি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার নামতে আর বেশি দেরি নেই। ১৪ বছর পর দেখ হচ্ছে দুদলের। মেসির দিকে তাকিয়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিলিয়ানদের ভরসা নেইমার।

ম্যাচটি ঘিরে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। এ ম্যাচ দেখা মিস করবেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনিবার সকাল থেকেই ম্যাচটি কোথায় কখন অনুষ্ঠিত হবে খোঁজ নিচ্ছেন। বাংলাদেশ সময়ে কখন কোন চ্যানেলে দেখানো হবে ফুটবলের এই মহারণ তার খবর নিয়েছেন অনেকে।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে শুরু হবে এই খেলা। সুখবর হচ্ছে টিভিসেটে সামনে বসার সুযোগ নেই যাদের তারাও দেখতে পারবেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।   

কোপা আমেরিকার এই ফাইনাল কখন, কোথায় হবে, ও যেখানে, যেভাবে দেখবেন-

তারিখ- ১১ জুলাই, রোববার। সময়- সকাল ৬টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- এস্তাদিও দে মারাকানা

টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি সিক্স, সনি টেন ২।

অনলাইনে দেখবেন যেভাবে- টফি ও বঙ্গবিডি অ্যাপ।

(এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও খেলা দেখা যাবে)

Bootstrap Image Preview