Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইউরো কাপে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০২:০২ AM
আপডেট: ০৯ জুলাই ২০২১, ০২:০২ AM

bdmorning Image Preview


ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয় চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড।  

ইউরো কাপ শুরুর আগে ইংল্যান্ড যে ফাইনালে যাবে এমন আশা খুব বেশি ফুটবলপ্রেমী সম্ভবত করেননি। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেনের মতো শক্তিশালী টিম বাইরে চলে গেছে। বুধবার ডেনমার্কও গেল। ফাইনালে মুখোমুখি ইটালি ও ইংল্যান্ড।

১৯৬৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর এই প্রথমবার ইংল্যান্ড বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে ওঠলো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এতো দীর্ঘ সময়ের ব্যবধানে ফাইনালে ওঠার নজির আর কোনও দেশের নেই।

ম্যাচে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন ড্যামসগার্ড। ইংল্যান্ডের হয়ে একটি গোল করেন হ্যারি কেন। অপর গোলটি ডেনমার্কের জায়েরের আত্মঘাতী। ম্যাচের প্রথমার্ধে ২টি গোল হয়। ৩০ মিনিটে ড্যামসগার্ড ফ্রি-কিক থেকে গোল করে ১-০ এগিয়ে দেন ডেনমার্ককে। ৩৯ মিনিটে জায়েরের আত্মঘাতী গোল ইংল্যান্ডকে ১-১ সমতা ফেরায়। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১।

দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। ফলে ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ১০২ মিনিটের মাথায় নিজেদের বক্সে স্টার্লিংকে ফাউল করেন মাহলে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেয় ইংল্যান্ডকে। ১০৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেন। তার শট বাঁচিয়ে দেন ড্যানিশ গোলকিপার ক্যাসপার। তবে বল গোলকিপারের দস্তানায় প্রতিহত হয় ফিরে এলে কেন পুনরায় তা জালে ঠেলে দেন। কেনের গোলেই ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে এই প্রথমবার ইউরো কাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর আগে ১৯৬৮ ও ১৯৯৬ সালে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড।

ফাইনালে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড। ইটালি গত ৩৩টি ম্যাচে অপরাজিত। ইংল্যান্ড ইউরো ২০২০-র ফাইনালে ইতালির মুখোমুখি হবে।

Bootstrap Image Preview