Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০৪:৩৬ PM
আপডেট: ০৭ জুলাই ২০২১, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় কোপা আমেরিকার ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। 

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে সোমবার সেমিফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও জেসুস ছিলেন না। তার পরিবর্তে মূল একাদশে ডাক পেয়েছেন উইঙ্গার এভারটন। 

১১ তারিখের ফাইনালের আগে কনমেবল জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার সাথে পাঁচ হাজার ডলার জরিমানাও করেছে। কনমেবল তাদের রায়ে জানিয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রাজিল কোনো আপিলও করতে পারবেন।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সিদ্ধান্তে বেশ চটেছেন ব্রাজিল ফরোয়ার্ড জেসুস। ইন্সটাগ্রামে জেসুস লিখেছেন, 'দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং কোনো আপিলের সুযোগ নেই? অভিনন্দন কনমেবল, আমার মনেহয় তোমরা দেখোনি মাঠে কি ঘটেছিল'। 

জেসুসের নিষেধাজ্ঞায় মুখ খুলেছেন নেইমারও। ইন্সটাগ্রামে নেইমার লিখেছেন, 'যারা এমন সিদ্ধান্ত নেয় তাদের হাতে বাঁধা থাকা মোটেই সুখকর নয়'।

আগামী শনিবার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে জেসুস এক গোল ও একটি এসিস্ট করেছিলেন। কোচ তিতের অধীনে একমাত্র খেলোয়াড় হিসেবে দু’বার লাল কার্ড পেলেন জেসুস। তাই জেসুসকে ছাড়া মাঠে নামতে ফাইনালের আগে তিতেকে নতুন করে ছক কষতে হবে।

Bootstrap Image Preview