Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী, ব্রাজিলে বেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২১, ০১:২৮ PM
আপডেট: ০৬ জুলাই ২০২১, ০১:২৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে গত কয়েকদিনে সংক্রমণ ও মৃত্যুর হার উঠানামা করলেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও প্রাণহানি। দেশটিতে তিন মাস পর ৪০ হাজারের নিচে নামল সংক্রমণ করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত।

মঙ্গলবার (৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। গতকালের তুলনায় এই সংক্রমণের হার ২ দশমিক ১১ শতাংশ কম। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জন। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫৫৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ৩ হাজার ২৮১ মানুষ। করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫২ হাজার জন মানুষ।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৮ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত ভারতে ৪২ কোটি ১৪ লাখ ২৪ হাজার ৮৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৪২৪ জনের।

ভারতে টানা ২৯ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার মধ্যে টানা ১৫ দিন ধরে শনাক্ত হচ্ছে ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

 ভারতে করোনা থেকে রোগীদের সেরে ওঠার হারও বাড়ছে। এই হার বেড়ে এখন ৯৭ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে।

Bootstrap Image Preview