Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৬:০৫ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৬:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কক্সবাজারের পেকুয়ায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন - সিএনজির মালিক পেকুয়া ইউনিয়নের ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজের মিস্ত্রি রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মো. শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মো. তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়ার বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে গ্যারেজে একটি সিএনজিচালিত অটোরিকশা মেরামতের জন্য আনা হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বের করতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় গ্যারেজের কর্মীসহ আটজন দগ্ধ হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনের শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview