Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুক্তি স্বাক্ষর না হলে বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না মেসিকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০৩:০২ PM
আপডেট: ৩০ জুন ২০২১, ০৩:০২ PM

bdmorning Image Preview


ক্যালেন্ডারের পাতা উল্টে প্রতি বছর একবার করে আসে ৩০ জুন। তবে আজকের এই দিনটা বার্সেলোনা ভক্ত-সমর্থকদের জন্য অনেক বেশি আবেগ আর উৎকণ্ঠার। কারণ কাতালান ক্লাবের সাথে কাগজে-কলমে আজই শেষদিন লিওনেল মেসির। এমন অবস্থায় দাঁড়িয়ে সবার মনে একটাই প্রশ্ন, কী করবেন মেসি? 

অথচ, বার্সেলোনা চায়, এক মিনিটের জন্যও যেন মেসি ক্লাবছাড়া কোনো ফুটবলার না হন। কিন্তু সমস্যা হলো, মেসিকে বার্সা নতুন যে প্রস্তাব দিয়ে রেখেছে, তাতে এখনও পর্যন্ত হ্যাঁ কিংবা না কিছুই বলেননি মেসি। যে কারণে চুক্তিটাও হয়নি এখনও পর্যন্ত।আজ রাত ১২টার আগে নতুন চুক্তি স্বাক্ষর না হলে বার্সেলোনার জার্সি গায়ে হয়তো আর দেখা যাবে না মেসিকে। এরপর তিনি ইচ্ছা করলে যে কোনো ক্লাবে যেতে পারবেন, চাইলে বার্সায়ও থাকতে পারবেন। অর্থ্যাৎ আজ রাত ১২ টার পর পুরোপুরি স্বাধীন হয়ে যাবেন তিনি।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুন রান ১২টায় বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। অথচ নতুন চুক্তির বিষয়ে এখনও বার্সেলোনার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আজ রাত ১২টার মধ্যে মেসির সঙ্গে চুক্তি করতে না পারলে বেশ লজ্জায় পড়তে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। দলের আর্থিক দুরবস্থার কারণে এমনিতেই বেশ চাপে রয়েছেন তিনি।

Bootstrap Image Preview