Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাসির উদ্দিন পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার বলে মনে করে জাতীয় পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৬:৪৫ PM
আপডেট: ১৪ জুন ২০২১, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামী নাসির ইউ মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তবে তার গ্রেপ্তারের হওয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে কোন নেতাই মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেন, নাসির উদ্দিন একজন পরিচ্ছিন্ন রাজনীতিবিদ। তিনি বলেন, ‘উনি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছেন। গতকালের ঘটনা শোনার পর আমি এবং দলের অনেকেই অবাক হয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং ষড়যন্ত্রের অংশ।

তবে উনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন তাই আদালতের রায়ের আগে আমরা আর কোন মন্তব্য করতে চাইছি না। আমাদের দলের চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে কথা বলবেন। দলীয় সূত্র জানায় নাসির ইউ মাহমুদের বিষয়ে করণীয় ঠিক করতে দলের নেতারা আলোচনা করবেন।

২০২০ সালের ২৮শে ডিসেম্বর জাপার নবম কাউন্সিলে তাকে দলটির প্রেসিডিয়াম সদস্য করা হয়। ঢাবি ছাত্র অবস্থায় জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজের সঙ্গে যুক্ত হন তিনি। ৩৭ বছর ধরে আবাসন ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। এছাড়া তার ঠিকাধারী ব্যবসাও রয়েছে।  

এদিকে পরীমণির ঘটনায় দলের প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি বলেন, ‘পরীমণি তার ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করায় এখনই কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’

আজ গণমাধ্যমকে একথা বলেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘পুলিশের তদন্তে দলের কারও নাম বেরিয়ে এলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

Bootstrap Image Preview