Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের মেজাজ হারানো পিছনে রয়েছে রাজনৈতিক আস্কারা: আসিফ নজরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২১, ০৪:৫৪ PM
আপডেট: ১২ জুন ২০২১, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


ঢাকা লিগে মেজাজ হারিয়ে সাকিব আল হাসান স্টাম্প ভেঙে দেওয়ার পাশাপাশি স্টাম্প উপড়ে ফেলার মতো বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। তার সেই বিতর্কিত ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিশ্ব মিডিয়ায়। সাকিবের এই ঘটনার পর সাকিবের সমালোচনা করে ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাকিবকে নিয়ে নিজের ফেসবুক পেজে এই স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“সাকিব আল হাসান আমার প্রিয় খেলোয়াড়। তার খারাপ সময়ে তাকে নিয়ে পত্রিকায় লিখেছি, তার পক্ষে টিভিতে কথা বলেছি। দু:খ লাগে তার এখনকার কিছু কান্ডকারখানা দেখলে। রাজনৈতিক আস্কারা দিয়ে তাকে কিছুটা উদ্ধত মানুষে পরিণত করা হয়েছে।

পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং-এর জন্য আজ তিনি মেঁজাজ হারিয়েছেন এটা বলছেন অনেকে। এটা হতে পারে। কিন্তু অতীতে তার অনেক আচরণ নিয়ে প্রশ্ন থাকার কারণে আজকের আচরনটা সহজে ইগনোর করা যাবে না। কি কারণে তিনি আজ লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙ্গেছেন তার চেয়ে মুখ্য হয়ে উঠবে তিনি কি আচরনটা করেছেন সেটা।
সাকিবের কাছে তাই দৃষ্টান্তমূলক আচরণ আশা করি। আশা করি ম্যাচ ফিক্সিং আর পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং-এর অবসানও।”

Bootstrap Image Preview