Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগেুলোকে নিজেদের মাচিত্রে দেখাচ্ছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২১, ০৪:১৯ PM
আপডেট: ১২ জুন ২০২১, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


ভারতের ইন্দোর মিউনিসিপলিটান কর্পোরেশনের তৈরি মানচিত্রটির ব্যাপারে আপত্তি জানিয়েছে মধ্যপ্রদেশ কংগ্রেস। দলটি মনে করে, এই মানচিত্র ভারতের পররাষ্ট্র নীতিকে ক্ষতিগ্রস্থ করবে, সম্পর্ক খারাপ হবে প্রতিবেশিদের সঙ্গেও। এএনআই

কংগ্রেসের রাজ্য মুখপাত্র আমিন উল খান সুরি বলেন, যেভাবে কর্পোরেশন অখন্ড ভারতের মানচিত্রটি প্রস্তুত করেছে, আমরা জানতে চাই, আমাদের পররাষ্ট্রনীতিতে কোনও পরিবর্তন এসেছে কিনা। যেসব দেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দেখানো হয়েছে, তাদের সঙ্গে সমস্যা হবে কি না আমি তাও জানতে চাই।

কংগ্রেস বলছে নিজেদের আরএসএস প্রভুদের খুশি করতেই এই মানচিত্র তৈরি করেছে কর্পোরেশন। আরএসএস বা রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘ, বেশ কয়েক বছর ধরেই অখন্ড ভারতের কথা বলে আসছে। তাদের দাবি কান্দাহার থেকে কক্সবাজার, পুরোটাই ‘অখন্ড ভারতের’ অংশ। এমনকি মিয়ানমারকেও ভারতের অংশ মনে করেন কেউ কেউ। তবে প্রকাশ্যে এই ধরণের মানচিত্র প্রদর্শনের ঘটনা এই প্রথমবার ঘটলো। ইন্ডিয়া টুডে

এই মানচিত্রে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নিপাল, ভুটান, মালদ্বীপ ও মিয়ানমার। এদিকে বিজেপি এমপি শঙ্কর লালওয়ানি বলেছেন, ভারত যখন একীভ’ত ছিলো, এই দেশগুলো ভারতেরই অংশ। তার দাবি, অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যতের ভারতের মানচিত্র কল্পনা করা যেতেই পারে।

তবে ইতিহাস বলছে, লালভানি সঠিক নন। কারণ এই সবগুলোদেশ কখনই একসঙ্গে ভারতের অংশ ছিলো না। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার কখনই ভারতের কোনও শাসকের কেন্দ্রীয় শাসনের আওতায় আসেনি।

কর্পোরেশনটির অতিরিক্ত কমিশনার সন্দিপ সোনি বলেন, ‘এই মানচিত্রটি প্রায় ২ বছরের পুরাতন। ফারুক কোঠি স্কয়ারকে বৈদিক আমলের থিমের ভিত্তিতে সাজানো হয়েছে। এই মানচিত্র সে সময়ের উপর ভিত্তি করেই তৈরি।’

Bootstrap Image Preview