Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে রহস্যময় প্রাইভেট কার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২১, ০৩:৪৪ PM
আপডেট: ১০ জুন ২০২১, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে একটি রহস্যময় প্রাইভেট কার। সম্পূর্ণ বেআইনিভাবে একাধিক রঙে শোভা বাড়িয়ে প্রাইভেট কারটি সড়কে দাপিয়ে বেড়ালেও অজানা কারণে এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয়নি যথাযথ কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (৯ জুন) বিকেলে রুপালি ও হলুদ রঙের লম্বা স্ট্রাইপ দেওয়া প্রাইভেট কারযোগে প্রকাশ্য দিবালোকে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর-লক্ষ্মণপুর সড়ক থেকে ফিল্মি স্টাইলে মাধ্যমিক পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে।

অপহৃত ওই স্কুলছাত্রীর মামা জিয়াউর রহমান জানান, তাঁর স্কুলপড়ুয়া ভাগনিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক রাস্তার থেকে তুলে নিয়ে যাচ্ছে- এমন সংবাদে তিনি ঘটনাস্থলে যান। পরে লোক মারফত তিনি গাড়ির রং ও নম্বর (যশোর গ-১১-০০৬১) জানতে পারেন। বিষয়টি জানিয়ে এর মধ্যেই তাঁরা বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

অভিযোগটির তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, 'অপহৃত মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। বর্ণনা অনুযায়ী গাড়িটি শনাক্ত হয়েছে, তবে সিলভার ও হলুদ রঙের প্রাইভেট কারসহ মালিক ও এর চালক পালিয়েছে। প্রকৃতপক্ষে গাড়িটি আটক বা ভিকটিম উদ্ধার না হওয়া পর্যন্ত কোনো কিছুর জট খুলছে না।'

বেনাপোল সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে শার্শা ও বেনাপোল সীমান্তে মাদক বহন ও অপহরণের মতো নানা অপরাধমূলক কাজে দাপিয়ে বেড়াচ্ছে রহস্যময় প্রাইভেট কারটি।

সীমান্তজুড়ে এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার নেপথ্যে রয়েছে ঢাকা, যশোর ও বেনাপোলব্যাপী একটি শক্তিশালী চক্র। চক্রটির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তাই মহাসড়কে সম্পূর্ণ বেআইনিভাবে বিভিন্ন রং ব্যবহার করে গাড়ি চালালেও জবাবদিহি করতে হয় না প্রশাসনকে।

একাধিক রং ব্যবহার বিষয়ে জানতে চাইলে যশোর বিআরটি-এর সহকারী পরিদর্শক আব্দুল মতিন বলেন, গাড়ির কাগজপত্র বা ব্লু-বুকে উল্লেখিত একক রং ছাড়া একাধিক রং ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং অপরাধমূলক কর্মকাণ্ড, যা শাস্তিযোগ্য। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ছদ্মবেশী চক্রটির হোতাদের মুখোশ উন্মোচন করার দাবি এলাকাবাসীর। 

Bootstrap Image Preview