Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৬০০ টন তেলাপিয়া মাছের জন্য মরিয়া কাতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২১, ০৭:১৩ PM
আপডেট: ০৯ জুন ২০২১, ০৭:১৩ PM

bdmorning Image Preview


নাগরিকদের চাহিদা পূরণে তেলাপিয়া মাছের উৎপাদন বাড়াতে ব্যাপক তৎপরতা শুরু করেছে উপসাগরীয় দেশ কাতার।

আরব বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি বছরে ৬০০ টন তেলাপিয়া মাছ চাষের উদ্যোগ নিয়েছে।

কাতারের মৎস্য অধিদপ্তরের প্রধান মোহামেদ মাহমুদ আল-আবদুল্লাহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির নগর ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আল-আব্দুল্লাহ এই ঘোষণা দেন।

মন্ত্রণালয়ের দাবি, উপদ্বীপের খাদ্যনিরাপত্তা ও উন্নত খামার নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

আল-আব্দুল্লাহ আরও জানান, মৎস্য অধিদপ্তর খামারমালিকদের সহায়তা করে তাদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় বাজারে মাছের বৈচিত্র্য বাড়ানোরও চেষ্টা করছে।

প্রতিবছর কাতারকে প্রায় দুই হাজার টন তেলাপিয়া আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে প্রতিটিতে ৩১০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে দুটি প্রকল্পকে লাইসেন্স দেয়া হবে।

প্রকল্পগুলোর অধীনে নিবন্ধনকৃত খামারে তেলাপিয়া চাষ করা হবে।

কাতারের নাগরিকদের মধ্যে যাদের নিবন্ধনকৃত খামার রয়েছে, তারা তেলাপিয়া চাষ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কিছু শর্তে তাদের ঋণও দেবে কাতার ডেভেলপমেন্ট ব্যাংক।

তিন বছরের প্রকল্পের প্রথম বছর থেকেই চাষ শুরু করতে পারবেন খামারিরা। তৃতীয় বছরে গিয়ে নির্ধারিত ৩১০ টনের লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মন্ত্রণালয়ের কৌশলগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা।

উৎপাদিত মাছগুলো বাজারজাত করা হবে কাতারে।

Bootstrap Image Preview