Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১২:০৪ AM
আপডেট: ০৪ জুন ২০২১, ১২:০৪ AM

bdmorning Image Preview


জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট (প্রস্তাবিত) উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটে প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩৭ হাজার ৬৯০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বরাদ্দ থেকে বাহিনীগুলোর ব্যবস্থাপনায় ব্যয় করা হবে। স্থল, জল, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা সংক্রান্ত কাজগুলো করা হবে এই বরাদ্দ থেকে। সেনা, নৌ ও বিমান বাহিনীর বাজেট ব্যবস্থাপনা আইন ও বিধি-বিধান সংক্রান্ত কার্যাবলি ও পূর্ত কার্যক্রমসহ সামরিক ভূমি ব্যবস্থাপনা এরমধ্যে রয়েছে।

এই বরাদ্দ থেকে সাইফার দলিল-দস্তাবেজ প্রস্তুতকরণ ও রক্ষণাবেক্ষণ, আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাষ প্রযোজ্য ক্ষেত্রে সতর্কীকরণ ও পর্যালোচনা, দেশের ক্যাডেট কলেজসমূহ এবং ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সমন্বয় ও তদারকি, মহাকাশ গবেষণা ভূ-উপগ্রহ প্রেরণ সংক্রান্ত গবেষণা ও কার্যক্রম এবং জরিপ অধিদফতরের কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান করা হবে।

২০২১-২২ অর্থবছরে উল্লেখযোগ্য যেসব কার্যাবলি, প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেগুলো হচ্ছে- ঢাকায় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ, চট্টগ্রামে বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা। বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপন, পটুয়াখালীতে বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন করা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট বিগ্রেড স্থাপন করা। বিএএফ ঘাটি জহুরুল হক চট্টগ্রাম বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা।

চট্টগ্রােম আর্টিলারি সেন্টার ও স্কুলে মুজিব ব্যাটারি কমপ্লেক্স নির্মাণ করা হবে। ডিজিএফআইয়ের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানব সম্পদ এবং কারিগরি উন্নয়ন করা। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর সেনানিবাসের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ এবং আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) প্রকল্পও এই বরাদ্দের আওতায়।

এছাড়া ১২টি ক্যাডেট কলেজের উন্নয়ন ও সম্প্রসারণ, মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি'র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ, ডিএলএসএস করস-এর নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডল স্টেশন আধুনিকিকরণ, রিমোট সেন্সিং ও ডিআইএস প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র উপকূলের ভৌগলিক তথ্য ব্যবস্থা এবং সমুদ্রে মাছের বিচরণ ক্ষেত্র সমান্তকরণ পদ্ধতি স্থাপন এবং বাংলাদেশের ১৪টি নদীবন্দরে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার শক্তিশালীকরণ (২৪ সংশোধিত) হবে।

সশস্ত্রবাহিনী বিভাগের জন্য বরাদ্দ ও কার্যক্রম: প্রতিরক্ষা নীতি প্রণয়ন, যুদ্ধ, সংঘ মিশন, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী মোতায়েন করার বিষয়টি বাজেটে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা বাহিনীর ক্রয় নীতি প্রণয়ন এবং ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয়, দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর সকল প্রশিক্ষণ ও অপারেশন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ, বেসামরিক প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন, সশস্ত্র বাহিনীর কর্নেল, সমতুল্য ও তদূর্ধ্ব পদের নিয়োগ ও পদোন্নতি এবং যৌথ গোয়েন্দা পরিকল্পনা ও পরিচালনার সমন্বয় করা হবে এই বরাদ্দ থেকে।

২০২১-২২ অর্থবছরে যেসব উল্লেখযোগ্য কার্যাবলি সম্পাদন ও বাস্তবায়ন করা হবে সেগুলো হচ্ছে- যুদ্ধ, সংঘ মিশন, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী মোতায়েন, দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর সকল প্রশিক্ষণ ও অপারেশন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ। বাংলাদেশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি, সশস্ত্র বাহিনী বিভাগের ভৌত অবকাঠামো, সশস্ত্র বাহিনীর কর্নেল, সমতুল্য ও তদূর্ধ্ব পদের নিয়োগ ও পদোন্নতি এবং যৌথ গোয়েন্দা পরিকল্পনা ও পরিচালনার সমন্বয় করা হবে।

Bootstrap Image Preview