Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেন পাস শিক্ষামন্ত্রী ভর্তি হন কলেজে, করেন চাষাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:২৪ AM
আপডেট: ২৮ মে ২০২১, ১১:২৪ AM

bdmorning Image Preview


পড়াশোনা করতে ভালবাসে এমন মানুষের সংখ্যা এখন খুবই কম। তবে কেউ কেউ আছেন, যারা সত্যি সত্যি পড়াশোনা করতে ভালবাসেন। আজীবন পড়াশোনার মধ্যেই থাকতে চান তরা।

বলা হয় যে, শেখার কোনো বয়স নেই। ঠিক এই কথাটার ওপর ভর করে আবারও পড়াশোনা শুরু করলেন ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো।

শুনলে হয়তো অবাক হবেন যে, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাস। ঠিকই শুনেছেন, শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও তিনি রাজ্যটির শিক্ষামন্ত্রী। দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

তবে লেখাপড়া করার যে কোনো নির্দিষ্ট বয়স নেই- সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। ভর্তি হলেন নিজের বিধানসভা দুমরির অন্তর্গত একটি সরকারি ইন্টার-কলেজে। ভর্তি হয়েই জগরনাথের বক্তব্য, শিক্ষার জন্য কোনও নির্দিষ্ট বয়স নেই।

জানা গেছে, শিক্ষামন্ত্রী ভর্তি হয়েছেন বোকারো জেলার নবডিহর দেবী মাহতো স্মারক ইন্টার কলেজে। কেন তিনি নতুন করে আবার পড়াশোনা চালু করলেন- এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই সেদিন অনেকেই বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন।

তিনি বলেন, সেই সমস্ত মানুষদেরকেই এটা আমার জবাব। আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব। মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব।

তিনি আরও বলেন, লেখাপড়া শেখার জন্য কোনও বয়স হয় না। আমি বাকিদেরও এভাবে পড়াশোনা আবার নতুন করে শুরু করতে ও তা চালিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করব।

রাজ্যের শিক্ষামন্ত্রীর এমন পদক্ষেপে রাজ্যবাসীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন, করছেন শুভকামনাও। সূত্র : ইন্ডিয়া টুডে

Bootstrap Image Preview