Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজেটের অর্ধেক খরচ না হলেও বরাদ্দ বাড়ছে স্বাস্থ্যখাতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:০৮ AM
আপডেট: ২৮ মে ২০২১, ১১:০৮ AM

bdmorning Image Preview


চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে স্বাস্থ্য সেবায় বরাদ্দের অর্ধেকও খরচ করা যায়নি। করোনা মোকাবিলায় নেয়া প্রকল্পগুলোর অবস্থাও বেশ নাজুক। আর এমন বাস্তবতায় আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্য খাতে ১৬ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার। বিশ্লেষকেরা বলছেন, বরাদ্দ বাড়ানো হলেও খরচের দক্ষতা নেই স্বাস্থ্য বিভাগের। তাই জনগণ বঞ্চিত হচ্ছে জরুরি স্বাস্থ্য সেবা থেকে।

দেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এ খাতে বাজেট বরাদ্দে কার্পণ্য করে না সরকার। অর্থায়ন করা হয় অগ্রাধিকার ভিত্তিতে। তবে বাস্তবতা হচ্ছে দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় যেন খরচই করতে চায় না স্বাস্থ্য মন্ত্রণালয়।

সরকারি সংস্থা আইএমইডির তথ্যে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে স্বাস্থ্য সেবা বিভাগ খরচ করতে পেরেছে মোট বরাদ্দের মাত্র ২৬ শতাংশ। তারপরও এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে গত অর্থবছরের সংশোধিত ১৪ হাজার ৯২১ কোটি টাকার বিপরীতে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৭ হাজার ৩০৭ কোটি টাকা (১৬ শতাংশ বেড়েছে)।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, আমাদের যে পরিচালকরা আছেন তারা অপ্রস্তুত। তারা দিনের পর দিন বসে থাকেন। কোনো কিছু করতে চান না, ভয় পান। কী করতে হবে জানেন না। সুতরাং কিছু খরচ করেন না। এরকমই বেশিরভাগ।

শুধু তাই নয়, এই সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য নেয়া ৫৩টি প্রকল্পে ১২ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করা গেছে মাত্র ৩ হাজার ৫০ কোটি টাকা। গত বছরের এপ্রিলে কোভিড মোকাবিলায় দুই প্রকল্পের ১৩ মাস পেরিয়ে গেলেও এডিবি থেকে নেয়া ঋণের খরচ করা গেছে মাত্র ৫ ভাগের ১ ভাগ। আর বিশ্ব ব্যাংকের টাকার তিন ভাগের এক ভাগ।

সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, স্বাস্থ্যখাতে যদি আমরা নতুন করে মধ্য মেয়াদে বরাদ্দ বাড়াতে চাই তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসতে হবে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে যদি এই বিষয়টিকে আমরা প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করতে না পারি তাহলে মধ্য মেয়াদে বরাদ্দ বাড়িয়ে জনগণের কাছে সুফল নিয়ে যাওয়া সম্ভব নয়।

দুর্নীতি, অনিয়ম আর নড়বড়ে স্বাস্থ্য খাতের দেখভালে কমিশন গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, বিচার বিভাগের মতো আমাদের আলাদা স্বাস্থ্য কমিশন দরকার। যা স্বাস্থ্যের লোকজন দেখবে এবং এটা যেন তারা নিজেরাই করতে পারে। তাহলেই এটার পরিবর্তন সম্ভব।

সরকারি স্বাস্থ্য সেবা বর্তমানে ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ ভাগে না-নেয়া গেলে উন্নত রাষ্ট্রের গঠনের লক্ষ্য কঠিন হয়ে যাবে বলে মত বিশ্লেষকদের।

Bootstrap Image Preview