Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবারও বাড়লো লকডাউন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২১, ০১:৪৩ PM
আপডেট: ২৩ মে ২০২১, ০১:৪৩ PM

bdmorning Image Preview


চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ালো সরকার।

এবার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে আন্তঃজেলা বাস। এছাড়া হোটেল-রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।

রোববার (২৩ মে) এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

নতুন করে ২৪ থেকে ৩০ মে এই ৭ দিন লকডাউন থাকছে।

Bootstrap Image Preview