Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরির বিধিমালা কি পড়েছেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২১, ১২:০৭ PM
আপডেট: ২২ মে ২০২১, ১২:০৭ PM

bdmorning Image Preview


মেহেদী হাসান মুন্না, অফিসার (জেনারেল), বাংলাদেশ ব্যাংক।। অনার্স ও মাস্টার্স করেছি আইন বিষয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম দিকে কয়েকটি চাকরির পরীক্ষার প্রিলিতে ফেল করেছিলাম। শুধু বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের প্রিলিতে ভালো করেই প্রথমবারের মতো কোনো চাকরির বাছাইয়ে লিখিত ও ভাইভা দেওয়ার সুযোগ পেয়েছি। ভাইভা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আবুল কালাম আজাদ, সেখানে ৮-১০ মিনিটের মতো ছিলাম।

আমি : আসসালামু আলাইকুম। স্যার, আসতে পারি?

(চেয়ারম্যান স্যার বসতে বললেন। আমি মাস্ক পরা ছিলাম। তিনি বললেন, ‘আমরা যথেষ্ট দূরত্ব রেখে বসেছি, মাস্ক খুলুন।’)

চেয়ারম্যান : আপনি কোথায় পড়াশোনা করেছেন?

আমি : স্যার, আমি আইন নিয়ে পড়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

(চেয়ারম্যান স্যার তখন এক্সটার্নাল একজন ম্যামকে প্রশ্ন করতে বললেন।)

এক্সটার্নাল : As you studied law, how can you relate your subject to banking sector?

আমি : I have studied different courses related to banking like company law, business law, contract law, transfer of property law. Besides, I have knowledge about some acts connected with banking, for example Bangladesh Bank order, the banking company act, the bankruptcy act, the money laundering prevention act etc.

চেয়ারম্যান : আচ্ছা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রথম কত সালে হয়েছিল?

আমি : ২০০২ সালে।

চেয়ারম্যান : বর্তমান আইনে কিছু সম্পৃক্ত অপরাধের কথা বলা হয়েছে।

আমি : জি স্যার।

চেয়ারম্যান : ওখানে কি যৌতুকের কথা বলা হয়েছে?

আমি : জি স্যার, বলা আছে।

(চেয়ারম্যান স্যার তখন অন্য স্যারদের বললেন, ‘আপনারা প্রশ্ন করুন, ও যেহেতু আইনের ছাত্র, আমরা ওর কাছে কিছু আইন জানব।)

এক্সটার্নাল-২ : আচ্ছা, আপনি কি সরকারি চাকরির বিধিমালা পড়েছেন?

আমি : না, স্যার।

এক্সটার্নাল-২ : কেন, এটা আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় না?

আমি : না স্যার, সেখানে মূলত মেজর আইনগুলো পড়ানো হয়।

এক্সটার্নাল-২ : আচ্ছা, বলুন তো ‘চুক্তি আইন’ কত সালের?

আমি : ১৮৭২ সালের।

এক্সটার্নাল-৩ : বাংলাদেশে কত বছর বয়সের নিচে হলে ‘শিশু’ বলা হয়?

আমি : স্যার, শিশু আইন অনুসারে ১৮ বছরের নিচে।

এক্সটার্নাল-৩ : ব্রিটিশ আইন অনুসারে কত বছরের নিচে হলে ‘শিশু’?

আমি : ২১ বছর।

এক্সটার্নাল-৩ : না, ওখানেও ১৮ বছর... ধরুন, আপনার দাদা অসুস্থ, নিয়মিত দুধ খেতে চান। আপনি বাজারে গেলেন গরু কিনতে। একজন আইনের ছাত্র হিসেবে বলুন—এ ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল করবেন।

আমি : (প্রশ্নটা শুনে কিছুটা কনফিউজড হলাম—গরু কেনার আইনি বিষয় বলব, নাকি গরুসংক্রান্ত অন্য দিকগুলো) স্যার, প্রথমে দেখব গরুর হাটের ইজারা আছে কি না, এরপর যাচাই করার চেষ্টা করব গরুটা চোরাই কি না!

এক্সটার্নাল-৩ : এগুলো বাদে...

আমি : দেখতে হবে গরুর সঙ্গে বাচ্চা আছে কি না, না হলে তো দুধ দোহাতে পারব না।

এক্সটার্নাল-৩ : মনে করুন, বাচ্চা আছে...

আমি : গরুর মালিক গতকাল দুধ দোহাতে পারছে কি না জিজ্ঞেস করব, যেন আমি গিয়েই দুধ দোহাতে পারি।

এক্সটার্নাল-৩ : মালিক বলছে, সে এক মণ দুধ দোহাতে পেরেছে...

আমি : স্যার, তাহলে জাত ভালো হলে আমি গরুটা কিনে নেব।

এক্সটার্নাল-৩ : আপনি তো যাচাই করলেন না—গরুর সঙ্গে যে বাচ্চা আছে, সেটা ওই গরুর কি না। মালিক তো অন্য গরুর বাচ্চাও আপনাকে দিতে পারে। তা হলে তো আপনি দুধ দোহাতে পারবেন না।

আমি : জি স্যার, এটা যাচাই করতে হবে।

(এরপর চেয়ারম্যান স্যার বুঝিয়ে দিলেন, ওই গরুর বাচ্চাটা তার মায়ের কাছে গেলে মা দুধ খেতে দেয় কি না, এটা দেখে বুঝতে হবে বাচ্চাটা তার। মালিক যদি গরুর সঙ্গে আসল বাচ্চা না দেয়, তাহলে তো গরু কেনাটাই বৃথা হবে!)

চেয়ারম্যান : আপনি আসেন তাহলে।

(আমি সালাম দিয়ে বের হয়ে এলাম।)

শ্রুতলিখন : এম এম মুজাহিদ উদ্দীন

Bootstrap Image Preview