Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হজ পালনের অনুমতি পেতে পারেন বিদেশিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৯:১২ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৯:১২ PM

bdmorning Image Preview


করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি সরকারের কঠোর বিধিনিষেধ মেনে চলা সাপেক্ষে গত বছরের মতো চলতি বছরেও বিদেশিরা হজ পালনের সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবার (২০ মে) আল-ওয়াতান পত্রিকার খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।

চলতি বছরে হজ পালনে বিদেশিদের নিয়ে সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য দিতে পারেনি পত্রিকাটি। বিদেশিদের হজ পালনে সৌদি সরকারের সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

এর আগে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে সরকারপন্থী 'ওকাজ' পত্রিকা এই খবর প্রকাশ করে।দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যারা এবারের বাৎসরিক হজে অংশ নিতে চান, তাদের অবশ্যই করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার প্রমাণ থাকতে হবে।

অন্যদিকে গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে। খবর সৌদি গেজেট

আন্ডারসেক্রেটারি হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজ সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।

আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গত বছর প্রথমবারের মতো হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব। তখনও সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও অধিবাসীদের হজ পালনের অনুমোদন দেওয়া হয়েছিল।

Bootstrap Image Preview